নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ৫৫ পিস ইয়াবাবড়ি সহ মো. সাইদ মোল্লা (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির স্থানীয় ইউপি সদস্য আইয়ুব মেম্বারের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সাইদ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাকের ফকির পাড়ার কাসেম মোল্লার ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালানো হয়। এসময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী খার বাড়ির সামনে থেকে সাইদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৫পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় রোববার সকালে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে সিআর নং-৪৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মো. মিরাজ শেখকে ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর থেকে এবং জিআর ১১৪/২৩ এর পরোনায়াভুক্ত আসামী বাবু শেখকে দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।