ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ শনিবার আড়াই কেজি ওজনের একটি পদ্মা নদীর ইলিশ বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার টাকা। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জেলে জাহাঙ্গীর হালদারের কারেন্ট জালে ধরা পড়া ওই মাছটি ৩ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। পরে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে অন্যত্র বিক্রি করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পদ্মা নদীতে স্থানীয় জেলে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর হালদার গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী উজানচর ইউনিয়নের দেবীপুর চর এলাকায় কারেন্ট জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল টেনে নৌকায় তোলার পর দেখতে পান বড় একটি ইলিশ। বহুদিন পর জালে এমন একটি বড় ইলিশ দেখে তিনি হতবাক হয়ে পড়েন। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে। এসময় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে উপস্থিত মাছ ব্যবসায়ী শাহাজহান শেখ মাছটি কিনে নেন। পদ্মার এতবড় ইলিশের ব্যাপক চাহিদা থাকায় কিছুক্ষণ পরই ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলে জাহাঙ্গীর হালদার একটি বড় ইলিশ বিক্রির জন্য আসেন। এসময় তিনি ফেরি ঘাটে উপস্থিত হওয়া অবস্থায় মাছটি দেখে প্রকাশ্য নিলামে তোলা হলে তিনি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন। এসময় ওই ফেরি ঘাট দিয়ে ঢাকার দিকে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পরে ওই ব্যবসায়ী তার (শাহাজাহন শেখ) কাছ থেকে ৩ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, দীর্ঘদিন পর পদ্মা নদীতে এতবড় ইলিশের দেখা মিললো। নদীতে বর্তমানে মাছ না পাওয়ায় জেলেরা হতাশ হচ্ছেন। একই সাথে ব্যবসায়ী হিসেবে তারাও হতাশ হচ্ছেন। তবে জেলে জাহাঙ্গীরের কারেন্ট জালে এতবড় ইলিশ পাওয়ায় তিনি যেমন খুশি, তেমনটি ব্যবসায়ী হিসেবে আমরাও অনেক আনন্দিত। তবে এ ধরনের পদ্মার ইলিশের স্বাদ সাধারণত আমাদের মতো মানুষের পক্ষে গ্রহণ করা অনেক কষ্টের।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি কমে যাওয়ায় এবং ডুবোচর জেগে ওঠায় এখন ভালো কোন মাছের দেখা মিলছে না বললেই চলে। পানির গভীরতা না থাকায় এবং নদী ভরাট হয়ে যাওয়ায় ইলিশ ধরা পড়ছে না। কিছুদিন আগে প্রায় পৌনে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। আজকে এতবড় ইলিশ ধরা পড়া অবশ্যই জেলেদের জন্য সুসংবাদ। পানির গভীরতা থাকলে মাঝে মধ্যে বড় বড় ইলিশের দেখা মিলতো বলে তিনি মনে করেন।