শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুকুরে ডুবে আকরাম মৃধা (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার হাতেম মৃধার ছেলে।
জানা গেছে, সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে স্থানীয় ছাত্তার ফকিরের গভীর পুকুরে নৌকাযোগে মাছের খাবার দিতে যান শ্রমিক আকরাম মৃধা ও স্বপন বিশ্বাস। এ সময় তাদের নৌকাটি ডুবে গেলে কোনভাবে স্বপন বিশ্বাসে উপরে উঠে এলেও গভীর পানিতে তলিয়ে যায় আকরাম মৃধা।
আকরামের সাথে থাকা স্বপন বিশ্বাস (৬০) বলেন, আমি আর আকরাম একসাথে পুকুরে নৌকা দিয়ে মাছের খাবার দিচ্ছিলাম। হঠাৎ নৌকা তলিয়ে গেলে আমরা দু'জনে পাড়ে ভিড়তে চেষ্টা করি। আমি অনেক কষ্টে কিনারায় পৌঁছাতে পারলেও আকরাম পানিতে নৌকাসহ তলিয়ে যায়। আমার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজির পর আকরামের মরদেহ উদ্ধার করে।
এ সম্পর্কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মোখলেছুর রহমান বলেন, দুপুর পৌনে ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে খোঁজ করতে থাকি। পানিতে খোঁজাখুঁজি করার জন্য ডুবুরি প্রয়োজন। আমাদের এ উপজেলায় ডুবুরি নেই। মানিকগঞ্জের আরিচা স্টেশনে থাকা ডুবুরির জন্য খবর দিয়েছি। ডুবুরি দল মাঝ পদ্মা নদীতে থাকাকালীন সময়ের মধ্যেই আমাদের কর্মীরা ঘন্টা দুই খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের দিক থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় যোগাযোগ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।