নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ চতুর্থ শ্রেণি থেকে এ বছর পঞ্চম শ্রেণিতে উঠেছিল শিশু রাব্বী। কিছুদিন পঞ্চম শ্রেণির ক্লাসও করেছিল। কিন্তু এখন আর স্কুল যেতে পারছে না রাব্বী। স্কুলের বই-খাতা ছেড়ে এখন সে পরিবারের দায়িত্ব বহন করছে। অসুস্থ্য বাবার চিকিৎসা আর সংসারের খরচ জোগাতে তাকে প্রতিদিন নামতে হয় বাবার পুড়ানো রিক্সা নিয়ে।
এ নিয়ে গত ২৪ মার্চ প্রথম আলো অনলাইনে “সংসার চালাতে বাই-খাতা ছেড়ে বাবার রিকশার হাতল ধরেছে শিশু রাব্বী” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর গোয়ালন্দ বন্ধুসভার অনেকে এগিয়ে আসে। বন্ধুসভার সদস্য সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব হোসেন এগিয়ে আসেন। শনিবার দুপুরে শিশু রাব্বী ও তার বাবা-মার হাতে অসুস্থ্য বাবার চিকিৎসার জন্য তুলে দেওয়া হয় নগদ ৫ হাজার টাকা।
গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন প্রথম আলো বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে শিশু রাব্বী, বাবা মিন্টু শেখ, মা জোসনা খাতুন ছাড়াও প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিক মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, বন্ধু রাকিবুল হক ওভি, আব্দুল আজিজ মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ফকীর ডাঙ্গা গ্রামের মিন্টু শেখ এর ছেলে রাব্বী। গত এক মাসের বেশি ধরে গোয়ালন্দ বাজার থেকে খানখানাপুর যাতায়াতে নিয়মিত রিক্সা চালক রাব্বী। নিজের শক্তি-সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কখনো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রী বহন করছে। তবে বয়স কম দেখে অনেকে রাব্বীর রিক্সায় উঠতে চায়না।
রাব্বী জানায়, পরিবারে বাবা, মা, বড় বোন মিথিলা আক্তার আর ছোট ভাই রিপন শেখ রয়েছে। বড় বোন স্থানীয় স্কুলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করছে। ছোট ভাই প্রথম শ্রেনীতে পড়াশুনা করে। রিক্সা চালক বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ্য হওয়ায় রিক্সা চালাতে পারছেন না। কিন্তু সংসার তো চালাতে হবে। বাধ্য হয়ে পড়াশুনা বাদ দিয়ে বাবার রিক্সা নিয়ে বেড়িয়ে পড়েছে রোজগারের পথে।
রাব্বীর মা জোসনা খাতুন জানান, প্রতিদিন ২০০-৩০০ কোনদিন তারও কমবেশি আয় করে বাড়ি ফিরে রাব্বী। ওই টাকা দিয়ে সংসারের খরচ আর বাবার ওষুধ কিনতে হয় তাকে। ঠিকমতো রিক্সা চালাতে পারে না। ছোট বলে ভয়ে অনেকে রিক্সায় উঠতে চায়না। তারপর যে টাকা পায় চাল-ডাল আর তরিতরকারি কিনেতই শেষ হইয়া যায়। জিনিসপত্রের অতিরিক্তি দামের কারনে চলতে অনেক কষ্ট হচ্ছে। তিন ছেলে ও এক মেয়েসহ পাঁচজনের প্রতিদিন সংসারে ৩০০-৪০০ টাকার মতো লাগে।
রাব্বীর বাবা মিন্টু শেখ বলেন, “তোমরা যে আমার রাব্বীকে দেখে এভাবে এগিয়ে আসবে তা কোনদিনই ভাবিনি। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। এই টাহা দিয়ে নিজের ওষুধ কিনবো। এছাড়া ঈদের বাজারও করতে পারবো।”
তিনি বলেন, প্রতিদিন চাল-ডাল, তেল-নুন কিনতেই ২-৩’শ টাকা লাগে। এই টাকাই জোগাড় করতে পারিনা। সেখানে মাছ-মাংস খাবো কিভাবে! দুই মাসের অনেক আগ থেকে মাছ-মাংস কেনা বন্ধ হয়ে গেছে। বাড়িতে বাবার দেয়া ৫ কাঠা জমিতে একটি টিনের দোচালা ঘর ছাড়া নিজের জমিজাতি কিছুই নেই। রিক্সা চালিয়ে তিন ছেলেমেয়ে নিয়ে কোনভাবে চলতাম।
বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান বলেন, প্রথম আলো অনলাইনে প্রচারিত প্রতিবেদন দেখে রাব্বীর বাবার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়েছে। বন্ধুসভা সব ভালো কাজের সাথে আছে, থাকবে। আগামীতেও বন্ধুসভা রাব্বীর পরিবারের পাশে থাকার চেষ্টা করবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।