নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা শহরের কিশোর গ্যাং-এর হোতা, হত্যাসহ ১৩টি মামলার আসামি মশিউর রহমান মিথুন এবং তার সহযোগি ৩টি মামলার আসামি হাবিল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী জেলা শহরের প্রেসক্লাব সড়ক থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও চাকুসহ ওই দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার মোঃ রহমত মোল্লার ছেলে মশিউর রহমান অরুপে মিথুন মোল্লা ও শ্রীপুর এলাকার জব্বার শেখের ছেলে হাবিল।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন সড়ক থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ১২ বোরের কার্তুজ, একটি গিয়ারওয়ালা চাকুসহ ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থাকা একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার সকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মোফাজ্জেল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় ওই দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা করেছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।