নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ইমাম কমিটি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সি। তিনি তাঁর প্রতিষ্ঠানের পক্ষ হতে সভায় উপস্হিত উপজেলার ২০৯ জন ইমামের জন্য ইফতার ও আর্থিক সম্মাননার ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া প্রমূখ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি আজম আহমেদ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।