মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ৭ম দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পদ্মা নদীর কুশাহাটা থেকে কলাবাগান পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবুসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।