শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদক সেবী ও পুলিশের কথিত সোর্সদের চক্রান্তে ফেঁসে যাচ্ছিলেন এক চা বিক্রেতা নারী (৩৫)। পাশের এক দোকানে স্হাপিত সিসিটিভিতে ধারন করা ভিডিও ফুটেজে তার কোন সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাকে সসম্মানে ছেড়ে ছিয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া বাজারে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয়রা জানান, দৌলতদিয়া বাজারের নুরু চেয়ারম্যান গলির সড়কের পাশে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে চা বিক্রি করেন ওই নারী। দীর্ঘদিন স্বামীর সাথে সম্পর্ক না থাকলেও সংগ্রামী ওই নারীর এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। চা বিক্রির আয় দিয়ে তিনি ভাড়া বাসায় থেকে দুই মেয়েকে লেখাপড়া করান। ইতিমধ্যে বড় মেয়েকে বিয়েও দিয়েছেন। শনিবার বেলা ১১টার টার দিকে তার দোকানে চা খেতে আসে রাজবাড়ী সদর উপজেলার আব্দুর রব (৪০), জুয়েল শিকদার (৩০) সাথে অজ্ঞাত আরো একজন। তারা এ এলাকায় নিয়মিত আসা-যাওয়া করেন। স্হানীয়রা তাদেরকে হেরোইনচি (হেরোইনসেবী) এবং পুলিশের কথিত সোর্স বলে চেনেন।
এ সময় চা বিক্রেতা ওই নারী পাশ্ববর্তী আলমগীর হোসেনের দোকানে চা-বিস্কুট দিতে গেলে চক্রান্তকারীরা কৌশলে তার দোকানের একটি কৌটায় ৪০-৪২ পিস ইয়াবাবড়ি রেখে দিয়ে নিজেরাই থানা পুলিশে খবর দেয়। কয়েক মিনিট পর সেখানে পুলিশ উপস্থিত হলে তারাই ইয়াবাগুলো দেখিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে এ ঘটনাটি দুপুরের দিকে জানাজানি হলে বাজার এলাকায় তোলপাড় শুরু হয়। বাজারের সাধারন ব্যাবসায়ী থেকে স্হানীয় বাসিন্দারা চা বিক্রেতা নারীর সপক্ষে কথা বলেন। এসময় স্থানীয়রা পাশের দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার দাবী করেন।
স্হানীয় বাসিন্দা, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ওই মহিলা অত্যন্ত সৎ ও ভদ্র। এলাকায় তার বিরুদ্ধে কোন ধরনের খারাপ রেকর্ড নেই। আমাদের জানা মতে, মাদক ব্যাবসার মতো জঘন্য অপরাধের সাথে তিনি কোনভাবেই জড়িত নন। তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করে। ভিডিও ফুটেজে তার স্পষ্ট প্রমান পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যার দিকে থানা থেকে ছাড়া পাওয়ার পর ওই নারী বলেন, ওই যুবকরা এলাকায় হেরোইনচি হিসেবে পরিচিত। তারা নিয়মিতই তার দোকানে চা খায়। কিন্তু তারা কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করলো তাও বুঝতে পারছি না। তিনি কোনদিনই কোনভাবে মাদকের সাথে জড়িত নন বলে কান্নায় ভেঙে পড়েন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ভিডিও ফুটেজ যাচাই, এলাকার লোকজনের সুপারিশ এবং উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই ওই মহিলাকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশে খবর দেয়া লোকগুলো পালিয়ে গেছে। তবে ভিডিও ফুটেজে একজনকে দোকানীর টেবিলের নিচে একটি কাগজের পুটলা ফেলতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি মানিকগঞ্জে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। ঘটনার পেছনে আরো কেউ জড়িত থাকলে তাদেরও খোঁজা হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।