নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গাছের বেল পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. জাকির শেখ (৩২)। তিনি দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মো. হাসেম শেখ এর ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর জাকির তার নিজ বাড়ীর বেল গাছে বেল পাড়তে উঠেন। ওই সময় গাছের উপরে থাকা বৈদ্যুতিক তারে তার হাত লাগলে মুহুর্তেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে মাটিতে পড়ে যায়। বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।