মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত নৌকা, অবৈধ কারেন্ট জালসহ জব্দসহ ৪ জেলেকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি জেএম সিরাজুল কবির এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, এসআই মোঃ ফরিদ উদ্দিন, এএস আই মোঃ আব্দুল কুদ্দুস, এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহযোগিতা করেন। পদ্মা নদীর কলাবাগানসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত ১টি নৌকা জব্দসহ ৪ জেলকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. আসলাম, মো. আলম কাজী, মো. সুজন, মো. জুয়েল রানা।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, পদ্মার বিভিন্ন স্থানে জাটকা ইলিশ নিধনে অভিযান পরিচালনা করে অবৈধ সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দসহ ৪ জেলকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ২টি মামলা রুজু করা হয়।
তিনি আরো বলেন, পদ্মা নদীতে কোন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা যাবেনা এবং মাছের বংশ বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।