মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ সারা দেশের ন্যায় রাজবাড়ীতে প্রথমবারের মতো শুরু হয়েছে ইনস্টিটিউশনাল প্যাকটিস (বৈকালিক চেম্বার)। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহেদ মালিক। এদিকে বৃহস্পতিবার তিনটার পর থেকে রাজবাড়ী সদর হাসপাতালে টাকার বিনিময়ে এই চিকিৎসা সেবা শুরু হয়। তবে প্রচার প্রচারণার অভাবে সেভাবে রোগীর ভিড় দেখা যায়নি চেম্বারে।
সরজমিনে বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে দেখা যায়, শিশু বিশেষজ্ঞ ও অর্থ-সার্জারি বিশেষজ্ঞ দুইজন চিকিৎসক রোগী দেখছেন। উদ্বোধনের দুই ঘণ্টার বেশি সময় পার হলেও বৈকালিক চেম্বারে এসেছেন মাত্র ৮ রোগী। এরমধ্যে দুজন অর্থপেডিক ও ছয়জন শিশু রোগী।
রাজবাড়ী সদর এলাকা থেকে আনোয়ার হোসেন নামে একজন এসেছেন তার শিশু বাচ্চা আইশা সিদ্দিকাকে (৩) নিয়ে এসেছেন চিকিৎসা নিতে।
তিনি বলেন, সরকার এ উদ্যোগ টি ভালো নিয়েছেন। অনেকে আছেন যারা অর্থের অভাবে বড় ডাক্তার দেখাতে পারেনি। তারা অল্প টাকায় ভালো চিকিৎসা নিতে পারবেন। আমি গতকাল ইন্টারনেটে এ তথ্য দেখে আজ এসেছি।
রোগীদের সাথে আরো কথা বলে জানা যায়, তারা সদর হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস সেবার কথা জানতেন না। তারা জরুরী বিভাগে আসছিলেন চিকিৎসাসেবা নিতে। সেখানে জানতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। এরপর তারা টাকা দিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায় শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, প্রচার প্রচারণার অভাবে হয়তো রোগীর চাপ নেই। আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালাবো। এটি সরকারের ভালো উদ্যোগ। এখানে সাধারণ রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, সরকার প্রাথমিক ভাবে দেশের আট বিভাগের ৩৯টি উপজেলা হাসপাতালকে বৈকালিক প্রতিষ্ঠানিক চেম্বার করার জন্য নির্বাচিত করেছে। চেম্বারে অধ্যাপকদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা এবং সহযোগী অধ্যাপকদের জন্য ৩০০ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ২০০ টাকা ও জুনিয়র ডাক্তারদের জন্য ১৫০ টাকা। এছাড়া হাসপাতাল কর্মী ও নার্সদের জন্য রোগীদের আরও ৫০-১০০ টাকা দিতে হবে। আমরা সরকারের লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকবো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।