ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদী উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কাউসার হত্যা হত্যা সহ অস্ত্র ও মাদক মামলার আসামী মাসুদ রানা ওরফে ফেন্সী মাসুদকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। মাসুদ রানা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগর এলাকার আজগর আলী মন্ডলের ছেলে।
সোমবার (২৭ মার্চ) সকালে বিভিন্ন মামলায় অভিযুক্ত মাসুদ' কে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। মাসুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার।
গ্রেপ্তারের সময় আসামীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড এ্যাম্যিউনেশন, একটি ছুরি ও দুইটি মোবাইলে ব্যবহৃত সিমকার্ড জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অধিনায়ক লে. কে এম শাইখ আকতার এবং সহকারি পুলিশ সুপার মো. নাজমুল হকের নেতৃত্বে তাদের একটি দল অভিযান পরিচালনা করে। আগে থেকেই র্যাব-৮’র গোয়েন্দা ও র্র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত গুলি মাসুদের ওপর নজর রাখছিল।এ অভিযানের মাধ্যমে অভিযুক্ত আসামী মাসুদকে গ্রেপ্তার করা হয়।
তারা আরো জানান, মাসুদ ২০১৬ সালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ আরোটি মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের অভিযানে অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।