নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার গোয়ালন্দ প্রপার হাই স্কুল মিলনায়তনে প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে ৭টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। এক ঘন্টা ব্যাপী প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় এ অনুষ্ঠান শেষ হয়। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি ও প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদুল হক রায়হান, বন্ধুসভার সাবেক সভাপতি উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সহসভাপতি শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, ইমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক রাজা বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনা সালেহা, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার নিশাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জারিন সুবহা অনন্যা, সদস্য মিরাজ বিশ্বাস, গোলাম কিবরিয়া প্রমূখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা পর্ব শেষে প্রাইমারী পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট ৬জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কৃতরা হলো প্রাইমারীতে প্রথম উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী মরিয়ম, দ্বিতীয় দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাবিউল মন্ডল ও তৃতীয় চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্রালয়ের জান্নাতুল সুমাইয়া।
এছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মেরিনা আক্তার উষা, দ্বিতীয় গোয়ালন্দ প্রপার হাই স্কুলের উম্মে তানজুম ¯েœহা এবং তৃতীয় হয়েছে প্রপার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী সাবাহ সম্প্রীতি। পুরস্কার হিসেবে এসব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।