নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানার খানখানাপুর রেলগেইট থেকে ২০ বোতল ফেনসিডিলসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত তরুণ হলো কুষ্টিয়ার ভেরামারা থানার রামচন্দ্রপুর এলাকার মো. মনির হোসেন এর ছেলে মোঃ বেলাল হোসেন অরফে বিল্লাল (২৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে জেলা ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আকস্মিক চেক পোষ্ট পরিচালনা করে রাজবাড়ী সদর থানার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেইট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে যাত্রীবেশে উপরোক্ত আসামীকে একটি কালো রঙের স্কুল ব্যাগে ২০ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের দাম আনুমানিক ৪০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।