ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসন, আ'লীগ ও জেলা বিএনপির উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সংঙ্গীতের সাথে আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
মাঠ পরিদর্শণ শেষে স্বাধীনতা দিবসের বানী পাঠ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।
এ সময় বাদ্য যন্ত্রের তালে পুলিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সার্ভিস,বিএনসিসি কুচকাওয়াজ উপস্থান করে। কুচকাওয়াজ শেষে কারাতে দল, টাউন মক্তব, সরকারী শিশু পরিবার ও রেড ক্রিসেন্ট মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করেন। এরআগে বঙ্গবন্ধুর ভাস্কর্য, শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলক,মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকশেড বদ্ধভূমি সহ বিভিন্নস্থানে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
এদিকে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।