নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ব্র্যাক ড্রাইভিং স্কুল উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন প্রমুখ।
অতিথিরা রাজবাড়ী ব্র্যাক ড্রাইভিং স্কুল উদ্বোধন, প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও ড্রাইভিং ট্রেইনিং কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, প্রতিনিয়ত সড়ক দুঘর্টনায় মৃত্যুর মিছিল বাড়ছে। দক্ষ ও ভালো মানের ড্রাইভার তৈরী হলে শুধু দেশেই নয় বিদেশেও তাদের চাহিদা রয়েছে। এতে করে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়ক দুঘর্টনা হ্রাস পাবে। প্রশাসনকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।