নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটে দুই ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। পদ্মা নদীর এই দুটি ইলিশের ওজন হয়েছিল প্রায় ৪ কেজি। আজ শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তে মাছটি দুটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
দৌলতদিয়া ঘাটের মৎস্যজীবীরা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলেদের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে। পরে আজ শনিবার সকালে মাছ দুটি দৌলতদিয়া ঘাট সংলগ্ন দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসেন। এ সময় প্রকাশ্য নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ নিলামে শরিক হয়ে ৪ কেজি ওজনের দুটি ইলিশ মাছ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে তার দোকান ঘরে নিয়ে আসেন। পরে বিক্রির জন্য তিনি বিভিন্ন পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকেন।
মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকেন। পরে আজ থাকেন। পরে আজ সকালেই ঢাকার এক পরিচিত ব্যবসায়ী নিকট প্রতি কেজি ৪ হাজার ৩০০'শ টাকা দরে মোট ১৭ হাজার ২০০'শ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২'শ টাকা লাভ হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছে। এটা এ অঞ্চলের জেলেদের জন্য অনেক বড় সুখবর বটে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।