ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "জাতপাত ও পেশাভিত্তিক বৈশম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২" অবিলম্বে পাশ করতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধ করে দলিত সংগঠনের নেতারা।
এ সময় মানববন্ধনে ৮টি দফা সংসদে বর্দাণবৈষম্য বিল পাশ, সংসদে দলিত জনগোষ্ঠির সংখ্যানুপাত প্রতিনিধিত্ত, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বৃদ্ধি, দলিত জনগোষ্ঠির আবাসনের ব্যবস্থা, খাস জমি বরাদ্দ, পরিচ্ছন্নতা কর্মিদেী সৃবাস্থ্য ঝুকি সুরক্ষায় উপকরন সরবরাহ, স্কুল কলেজে ভর্তি কোটা প্রবর্তন, সরকারী চাকরিতে কেটা পদ্ধতি প্রবর্তন ও স্কুল কলেজ থেকে ঝরে পরা রোধে উদ্যোগ গ্রহন এবং বিশেষ উপবৃত্তির পরিমান বৃদ্ধি করতে এ আট দফা দাবী তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ওয়ার্কাস পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি জৌতি সংকর ঝন্টু, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুন কুমার সরকার, সাধারন সম্পাদক ফকির শাহাদাত হোসেন হোসেন, তন্ময় কুমার দাস, অশোক কুমার রায়, বাসুদেব মন্ডল, উত্তম দাস সহ নেতৃবৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।