নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সময় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, রাজবাড়ী সরকারী আদর্শ কলেজ অধ্যক্ষ প্রমূখ। আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেওয়া ১৮ বিজয়ীক পুরস্কার বিতরন করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।