মইন মৃধা, গোয়ালন্দঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নবগঠিত কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পাস্তাবক অর্পণ করেন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোয়ালন্দ উপজেলার সভাপতি মো. ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সাবেক কমান্ডার আমিনুল ইসলাম শফি, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ মিলন, জেলার সভাপতি মো. মাকসুদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়াসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান মাহফুজুর রহমান মিলন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।