শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) গোয়ালন্দ উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসের শুরুতে সকালে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে স্হাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ, বেলুন উড়ানো, বর্ণাঢ্য রেলী, কেক কাটা, আলোচনা সভা, জাতির পিতা এবং পরিবারের শহীদ সদস্যগণের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা অনুদান প্রদান, ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার বিতরণ, কর্মসংস্থান সৃজনে যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, দুরারোগ্য রোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতর এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।