নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর ঐতিহ্যবাহী বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আনুষ্ঠানিক ভাবে খেলা শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। পরে বিকালে অত্র স্কুলে মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছোটভাকলা ইউনিয়ন চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর সরদার, সাবেক প্রধান শিক্ষক সুব্রত পাল আস্তিক, বরাট ভাকলা দ্বিমুখী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশিল দত্ত তাপস সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
ক্রীড়া প্রতিযেগীতা পরিচালনা করেন বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের সহকারী শিক্ষক দিপ্তি রানী ভৌমিক, পলাশ কবিরাজ, মো. জহুরুল হক ও সীমা খাতুন। এ সময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন কৃত বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরন করেন অতিথিরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।