০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাস-মাইক্রোবাস সংঘর্ষ: ঝরল একই পরিবারের ৬ প্রাণ

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুজ্জামান বলেন, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস যাচ্ছিল খুলনায়। মল্লিকপুরের করিমপুর ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ছয়জন। আহত হন এক নারী যাত্রী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গতকাল রবিবার রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। এটি দুর্ঘটনার একটি বড় কারণ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

বাস-মাইক্রোবাস সংঘর্ষ: ঝরল একই পরিবারের ৬ প্রাণ

পোস্ট হয়েছেঃ ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুজ্জামান বলেন, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস যাচ্ছিল খুলনায়। মল্লিকপুরের করিমপুর ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ছয়জন। আহত হন এক নারী যাত্রী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গতকাল রবিবার রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। এটি দুর্ঘটনার একটি বড় কারণ।