মইন মৃধা, গোয়ালন্দঃ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পৌরসভা গড়ায় লক্ষে কাজ করে যাচ্ছেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌর মেয়র। ইতিপূর্বে অনেক উন্নয়ন উন্নতি সাধিত হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার পানি সরবরাহ পাইপ লাইন ও গৃহ সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়।
উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশর ৩০ পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (বি এম ডব্লি এস এস পি) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের আওতায় ২৬.৫ কিলোমিটার এলাকাজুড়ে পানি সরবরাহ পাইপ লাইন ও গৃহ সংযোগ স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
এই সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মো. ফজলুল হক, কাউন্সিলর নাসির উদ্দিন রনি সহ সকল কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
এ সময় পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, গোয়ালন্দ পৌরসভায় শতভাগ নাগরিক সেবা প্রদানে পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল পৌরসভায় বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। পৌরসভার এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হওয়ায়, নতুন প্লান্টের মাধ্যমে প্রথম অবস্থায় দুই হাজার গ্রাহককে পানি সেবা প্রদান করা হবে। পর্যায়ক্রামে পৌরসভার সবাই এ বিশুদ্ধ পানির আওতায় আসবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।