মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা দিপিকা পাল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।