কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। শুক্রবার সকালে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মীর মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোর্শেদ আরজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।
মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের উপর চাপাচাপি না করে শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। শিক্ষকরা দায়িত্ব নিয়ে পড়ালে শিক্ষার্থীরা আরো ভালো করবে এবং শিক্ষার মান আরো উন্নত হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।