ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি ও পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতীস্বঃত্বা বিরোধী বিষয় বস্তু সংযোজনের প্রতিবাদে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মুফতি গোলাম কবির মাসুম, সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমূখ।
এ সময় অবিলম্বে আগামী রমজানের আগে জনসাধারনের ক্রয় ক্ষমতার ভারসাম্য ঠিক রাখতে প্রতিটি নিত্যপন্ন দ্রব্রমূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানো এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতীস্বঃত্বা বিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল করার আহব্বান জানান বক্তারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।