নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২টি চোরাই মোটরসাইকেলসহ ২জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের হরিদাশ চন্দ্র হালদারের ছেলে সুকুমার হালদার (৩৮) ও একই গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস ওরফে কসাই সাক্কু (৩২)।
বুধবার (২২ ফেব্রুয়ারী) রাত পৌনে ৭টার সময় বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আঃ মান্নান বিশ্বাসের বাড়ীর পশ্চিম পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক এএসআই মফিজুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।