নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ বাজার প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার কার্যালয় থেকে ২১ ফেব্রুয়ারী সকাল ৭টায় প্রভাতফেরি বের করে। গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে বন্ধুসভার সদস্যরা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদিদে পুষ্পমাল্য অর্পণ করে।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে বন্ধুসভার সদস্যরা বন্ধুসভার প্রথম আলো প্রতিনিধির কার্যালয়ে জড়ো হতে থাকে। একে একে সকলে উপস্থিত হলে সকাল ৭টায় খালি পায়ে প্রভাতফেরি বের করে। সকল সদস্য খালি পায়ে প্রভাতফেরি বের করে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত হন। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে আলোকপাত করা হয়। পরে সেখানে সম্মিলিত ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক রায়হান, উপদেষ্টা ও আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, উপদেষ্টা ও গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপদেষ্টা ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, সাধারণ সম্পাদক মো. সফিক মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রাজা বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক তুলি আক্তার, ম্যাগাজিন সম্পাদক নাসিমা আক্তার নিশাত, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সেলিম খান, মো. রবিউল ইসলাম, খন্দকার মেহেদি হাসান, বন্ধু পলাশ মোল্লা, বিউটি আক্তার, আতাউর রহমান মুঞ্জু, সহ আরো বেশ কয়েকজন বন্ধু অংশ নেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।