নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য ও গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা (৬০) বুধবার সকাল সাড়ে ৬টায় কুমড়াকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে কুমড়াকান্দি ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার আগে গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে শেষবারের মতো তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া সহ অনেকে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।