নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বারোটার মুরগীর ফার্ম এলাকার রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-০৩) সভাপতি রবিউল ইসলাম মধু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফরিদপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২২৮৪) ও শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল কুদ্দুস খান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ফরিদপুর আঞ্চলিক শ্রম দপ্তরের অফিস সহকারী আশরাফুল ইসলাম, রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম মেল্লা প্রমুখ।
সাধারন সভায় পরবর্তী নির্বাচন কালীন সময়ে রকিবুল ইসলাম পিন্টু' সহ ৫ জন'কে নির্বাচন পরিচালনা কমিটির দ্বায়িত্ব দেওয়া হয়।কিছুদিনের মধ্যে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানান তারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।