মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকা থেকে ২০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত ব্যক্তি হলেন, রাজবাড়ী উপজেলার কালিবাড়ী (লক্ষীকোল) এলাকার সদরমৃত রেবতি চন্দ্র মনি ঋষির ছেলে যতীশ চন্দ্র মনিঋষি (৫৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই শেখ রাজীব হোসেনসঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার বিনোদপুর পাওয়ার হাউজ মোড়ের সামনে থেকে তাকে ২০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় বাংলা মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।