নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে পৌরসভা সহ উপজেলার চার ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝে দৌলতদিয়া ইউনিয়নে বিতরণকৃত চাল খুবই নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা শাখা সূত্র জানায়, পৌরসভাসহ উজানচর, দৌলতদিয়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের ১,০৩৫টি পরিবারের অনুকূলে ১৬৫ মেট্রিক টন ৬০০ কেজি চাল মেয়র সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। পৌরসভার ৫.৬০০ মেট্রিক টন, দৌলতদিয়া ইউপির ২৫.৬০০ মেট্রিক টন, দেবগ্রাম ইউপির ২৬.৪০০ মেট্রিক টন, উজানচর ইউপির ২০.৮০০ মেট্রিক টন এবং ছোটভাকলা ইউপির জন্য ৪.৪০০ মেট্রিক টন চাল। ৮ থেকে ১২ ফেব্রুয়ারীর মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। প্রত্যেককে মাসিক ৪০ কেজি হারে ফেব্রুয়ারী ও মার্চ মাসের ৮০ কেজি দেওয়া হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালিকাভুক্ত ৩২০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ চলাকালে নিম্নমানের চাল বেরিয়ে আসে। জেলেদের অনেকে ওই চাল নিতে অনিহা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন। উপায় না পেয়ে বিকেলে ৩০০ কেজি (৬ বস্তা) চাল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠায়।
দৌলতদিয়া জেলে সমিতির নেতা ইছাক সরদার ও এলেম সরদারসহ কয়েকজন বলেন, নিম্নমানের চাল দেখে বিষয়টি তাৎক্ষনিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা মৎস্য কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানাই।
দৌলতদিয়া ইউপি সচিব মেনামুল হাসান মিন্টু বলেন, অধিকাংশ চালের মান খুবই খারাপ ছিল। এ সময় অনেক জেলে ক্ষোভ প্রকাশ করলে বাধ্য হয়ে ৩০০ কেজি (৬ বস্তা) চাল খাদ্য গুদামে ফেরত পাঠায়। পরিবর্তন করে যে চাল পাঠিয়েছে তা আগের থেকে কিছুটা ভালো।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, ১ নভেম্বর থেকে ৩১ জুন পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ। জাটকা শিকার করবেনা তালিকাভুক্ত ১,০৩৫ জন জেলে ফেব্রুয়ারী ও মার্চ মাসের ৮০ কেজি করে চাল দেওয়া হয়। সাময়িক সমস্যার কারনে ১২ ফেব্রুয়ারীর পরিবর্তে ১৫ ফেব্রুয়ারী শেষ করি। বুধবার যারা নিতে পারেনি তারা বৃহস্পতিবার নেয়। দৌলতদিয়ায় চালের মান খারাপ হওয়ায় তাৎক্ষনিক ইউএনওকে জানালে তিনি ব্যবস্থা নেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, আমি তিনদিন আগে যোগদান করেছি। এর আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই চাল দিয়েছেন। জানামতে ৭-৮ মাস আগে উত্তরাঞ্চল থেকে আমদানিকৃত এসব চালে কিছু সমস্যা রয়েছে। বুধবার এমন অভিযোগ পাওয়ার সাথেই পরিবর্তন করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, সরকারি খাদ্য গুদাম থেকে বস্তাভর্তি অবস্থায় যা ছিল তাই দেওয়া হয়েছে। তবে নি¤œমানের চাল পাওয়া গেলে তাৎক্ষনিক তা পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।