ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের হল রুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ। ওরিয়েন্টেশন উপস্থাপন করেন,সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মানসুবা তাবাস্সুম ও ডা. আব্দুল গাফ্ফার। আগামী ২০ ফেব্রুয়ারী জেলার ৪২ টি ইউনিয়ন, তিনটি পৌরসভায় ১ হাজার ৬৬ টি কেন্দ্রে ১২৮ টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস এবং ১২ মাড থেকে ৫৯ মাড বয়স পর্যন্ত এ জাতীয় ভিটামিন এ খাওয়ানো হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।