নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জেলা সদর সহ পাচ উপজেলার ৪২ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন ও পৌরসভার দ্বায়িত্ব প্রাপ্তদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, সদর উপজেলা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, সংরক্ষিত আসনের সদস্য সাহানারা বেগম, গোয়ালন্দ উপজেলার জেলা পরিষদ সদস্য ইউনুস আলী মোল্লা প্রমূখ।
এসময় প্রতিটি ইউনিয়নে ১০০ ও পৌর সভায় ২০০ টি করে ৪২ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৪ হাজার ৯ শত কম্বল বিতরন করা হয়।
পরে সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা'কে পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।