ইমরান হোসেন, রাজবাড়ীঃ জেলা পর্যায়ে রাজবাড়ীতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক'স প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় ৩২টি ইভেন্টে ৩৩০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ ৯৮ টি পরস্কার দেওয়া হয় বিজয়ীদের।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।