নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকায় ড্রাম ট্রক ও মোটর সাইকেল সংঘর্ষে সাহারুল ইসলাম ওরফে শহর আলী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শহর আলী পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের মৃত শীতল মন্ডলের ছেলে এবং আহত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বসুয়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে আইনউদ্দিন শেখ (৭০)।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহীরা গ্রামীন সড়ক থেকে মহাসড়কে উঠে আসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ড্রাম ট্রাক আসছিল সে সময় সংযোগ সড়ক থেকে উঠে আসার সময় পিছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি।
এতে মোটরসাইকেলটি ট্র্যাকের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে শহর আলী নিহত ও আইনদ্দিন শেখ আহত হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী এলাকাবাসি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।