নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের শীতার্ত দরিদ্র মানুষের মাঝে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার বিকালে বেলগাছি রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদ গাঁ ময়দানে খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগীতায় এ কম্বল বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন ও বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, খানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমিনুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, খানগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের আহব্বায়ক আশরাফুল আলম আক্কাস প্রমূখ। এ সময় ইউনিয়নের ৩৫০ জন দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলেদেন অতিথিরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।