নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ "সুস্হ্য দেহে সুন্দর মণ, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল" এ স্লোগানে রাজবাড়ীতে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দিবা ও প্রভাতী শাখায় ৩৪ টি ইভেন্টে ১০২ টি পুরস্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।দিন ব্যাপি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকাল এগারোটায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক শাহীনুর বেগম পপি প্রমূখ।।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।