নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর ফুরশা গ্রামের মো. খোরশেদ মাতব্বর এর ছেলে মোঃ কবির মাতুব্বর (৩০) ও একই জেলার মধুখালী থানার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের মো. সাইদ শেখ এর ছেলে মোহাম্মদ হোসেন শেখ (৩২)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার খোর্দ্দ মেগচামী এলাকা থেকে হাতেনাতে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ উক্ত আসামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।