নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানির উপর দূবৃত্তের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দিন সহ সকল হামকাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ী এলজিইডি'র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকালে রাজবাড়ী এলজিইডির আয়োজনে অত্র কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী, প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, সিনিয়র প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম সহ এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানির উপর সন্ত্রাসীদের হামলা ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।