নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর ডিবি পুলিশ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রনি শেখ (৩২) ও মানিক হোসেন (১৮)। গ্রেপ্তারকৃত রনি শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত আলম শেখের ছেলে এবং মানিক হোসেন মানিকগন্জ জেলার শিবালয় থানার কাতরাসিন গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালান। এ সময় তারা পল্লীর ভেতর হতে মোঃ রনি শেখ (৩২) ও মানিক হোসেন (১৮) নামের দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ বিষয়ে বুধবার রাতে ডিবি পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।