নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মন্ডল বাড়ির গৃহবধু নূর জাহান বেগম (৮৭) আজ রোববার সকাল ৭.১০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)। তিনি রেলওয়ে সরকারী চাকুরীজীবি প্রয়াত সাদেক আলী মন্ডলের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
রোববার বাদ যোহর মন্ডল বাড়ির আঙ্গিনায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট ও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সাচ্চু মাষ্টার ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি, কবি সাইদুল হাসান এর মা। তিনি বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
তাঁর মৃত্যুতে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, উপদেষ্টা মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সভাপতি মো. লুৎফর রহমান, সহসভাপতি জীবন চক্রবর্তী, এসএম শামসুল হক, সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা সহ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।