নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহম্মদ আলী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এ সময় বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করেছেন। আগামীতে শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। ধারাবাহিক ভাবে দেশের উন্নয়ন বজায় রাখতে প্রত্যেককে কাজ করার আহব্বান জানান বক্তারা।