স্টাফ রিপোটার, ফরিদপুরঃ ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে কারিতাস, বাংলাদেশ, বরিশাল অঞ্চলের আর আর এস বি আর এম ডব্লিউ প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে।
এ উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত র্যালী ও আলোচনা সভায় যোগ দেন কারিতাস কর্মকর্তা ও প্রকল্পের অংশীদারগন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক আবু মো. রেজাউল করীম। র্যালী ও আলোচনা সভায় কারিতাসের মাঠ কর্মকর্তা মি. জর্জ বৈরাগী, কেইস ওয়ারকার মি. উচোমেন সহ প্রকল্পের অংশীদারগন অংশ নেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।