ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০০গ্রাম হেরোইনসহ মোছা. পারভীন আাক্তার(৫০) নামের এক নারীকে গ্রেপ্তার হয়েছে। এসময় জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামের অপর একজন সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার পারভীন আাক্তার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত সোনামুদ্দিন এর স্ত্রী। এছাড়া পলাতক মো. জাহাঙ্গীর হাওলাদার একই এলাকার আব্দুল গণি হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় জানায়, রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হেরোইনসহ পারভীন আাক্তারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় জাহাঙ্গীর হাওলাদার সুকৌশলে পালিয়ে যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান জানান, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করেন। ২০০ গ্রাম হেরোইনসহ নারী পারভীন আক্তারকে গ্রেপ্তার করলেও অপরজন পালিয়ে যায়। গ্রেপ্তার পারভীনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।