নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন প্রমূখ।
এছাড়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে শহরে একটি র্র্যালি বের করেন দলীয় নেতা কর্মীরা। পরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ধরনের নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযেগী সংগঠন, মুক্তিযেদ্ধা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।