নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের লোকশেড বদ্ধভূমিতে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সহ জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা পুষ্পমাল্য অর্পন করে। এর আগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শহীদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সংসদ, সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।