নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া এলাকার মো. আক্কাস প্রামানিক এর ছেলে মোঃ মিলন প্রামানিক (৩৬)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এস আই মোঃ মোতালেব হোসেন, এএসআই শরীফুর ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া ক্যানাল ঘাট সংলগ্ন রাজবাড়ী-ঢাকা মহাসড়কের জনৈক মোঃ সবুজ সরদার সরদার এর বাড়ীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।