নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ "তথ্যই শক্তিঃ জানবো, জানাবো, দুর্ণীতি রুখবো" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিন ব্যাপি তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ও রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা শহরের আজাদী ময়দান মাঠে মেলার উদ্বোধন করা হয়।
রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ও সানজিদা আক্তার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহাবুর রহমান শেখ, টিআইবির ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. মাহানুল হক।
দুই দিন ব্যাপি তথ্য মেলায় টিআইবি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পরিবার পরিকল্পনা সহ ২৮ স্টল অংশ গ্রহন করে। পরে আগত অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।